১৫/০১/২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১৫/০১/২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এপ্রিলে নির্বাচন মাথায় রেখে রোডম্যাপ দেবে ইসি : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য যে ডেট দেয়া হয়েছে, তা মাথায় রেখে নির্বাচন কমিশন যথাসময়ে রোডম্যাপ দেবে।

সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো থেকে যে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে, এখন আর সেই সম্ভাবনা নেই। যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, কিন্তু তা দীর্ঘদিন ধরে বিঘ্নিত হচ্ছে। এটা আমাদের জন্য একটি কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। কিন্তু যেসব দৈনন্দিন সেবা দেয়ার কথা, স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তা দিতে পারছি না।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু করা যাবে তা দেখা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হবে।’

মিডিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মুক্তিযোদ্ধা অধ্যাদেশ নিয়ে গুজব ছড়ানো হয়েছে, যা মেইনস্ট্রিম মিডিয়াতেও প্রকাশ পেয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়া গুজব ছড়াতে পারে, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া যখন সেটি প্রচার করে, তখন জাতিগতভাবে আমরা পিছিয়ে পড়ি। পরে আমাদের ফ্যাক্ট চেক করে জানতে হয় কতটুকু সত্য।’

এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ পড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: ঈদের তৃতীয় দিনও চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম : আসিফ মাহমুদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন