বাংলাদেশ জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে যশোরে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে যশোর সাড়ে দশটায় জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
বাংলাদেশে সাংস্কৃতিক চেতনা, শিক্ষা ও আদর্শ চরিত্র গঠনের লক্ষ্য নিয়ে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয় ফুলকুঁড়ি আসর। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি শিশু-কিশোরদের আদর্শ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুস্থ্যধারার সাংস্কৃতিক চেতনায় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনটি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাঁচটি মূল আদর্শ কে ভিত্তি করে কার্যক্রম পরিচালনা করে। এই আদর্শগুলো হলো:শিক্ষা চরিত্র স্বাস্থ্য ও সেবা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক রাকিবুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরিচালক তাসনিম আলম। আদর্শভিত্তিক এসব কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি আগামীতে শিশুদের কল্যাণে আরও জোরালো ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা করা হয়।
পড়ুন: দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১
দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ
ইম/


