বল হাতে ছিল ৭টি। রান দরকার ৪। চাইলেই শেষ বলে সিঙ্গেলস নিয়ে পরের ওভারে দেখেশুনে সেঞ্চুরিটা পূরণ করে ফেলতে পারতেন শারমিন সুপ্তা। কিন্তু মাথা গরম করে সেই সুযোগ হাতছাড়া করলেন।
বড় শট খেলতে গিয়ে ত্রিশ গজের মধ্যে ক্যাচ দিয়ে ফিরলেন সুপ্তা। ৮৯ বলে তিনি করেন ৯৬। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ নারী দল তুলেছে ৪ উইকেটে ২৫২ রান। আয়ারল্যান্ডের লক্ষ্য ২৫৩ রানের।
আরও পড়ুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের নারী ক্রিকেট সিরিজ শুরু ২১ মার্চ
দেখুন: দুবাই এয়ারপোর্টে হাসি খুশি নারী ক্রিকেট দল | Nagorik TV