গাজীপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডস্ট্রিয়াল পার্কের বন্ধ করা ১৭ কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
শনিবার সকাল থেকে শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিয়ে তারা অবরোধ সৃষ্টি করে।
বেক্সিমকোর ১৬ কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ:
কারখানার শ্রমিকরা জানান, কারখানার কর্তৃপক্ষ সমস্যার জন্য কারখানা বন্ধ করে দেয়। তাদের দাবি বন্ধ হওয়া সবগুলো কারখানা খুলে দিতে হবে।
মহাসড়ক অবরোধ করায় ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারীরা। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কাশিমপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। দুপুর দেড়টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
টিএ/