মেট্রোরেলের ডিজাইনে ত্রুটি থাকতে পারে এবং ঠিকাদার ও পরামর্শক ঠিকমতো কাজ না করার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল-এর এমডি ফারুক আহমেদ।
সোমবার (৩ নভেম্বর) সকালে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “গত বছরের দুর্ঘটনার পর আমরা ফিজিক্যালি এবং ড্রোনের মাধ্যমে ইন্সপেকশন করেছি। দুই মাস আগে আবারও পরীক্ষা করেছি। আমাদের প্রধান লক্ষ্য হলো সেফটি নিশ্চিত করা। ডিজাইনে ত্রুটি থাকতে পারে। এছাড়া নিম্নমানের মালামাল ব্যবহার বা কনসালটেন্সির দায়িত্ব ঠিকমতো না পালন করাও দুর্ঘটনার কারণ হতে পারে। তবে সব কিছু নিশ্চিতভাবে বলা যাবে তদন্ত শেষ হলে।”
তিনি আরও জানান, লাইন-১ প্রকল্পের পর্যাপ্ত প্রকল্প পরিচালক নেই। প্রয়োজন অনুযায়ী আরও ৪-৫ জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, “মেট্রো আমাদের সম্পূর্ণ করতে হবে। আমরা চাই স্মার্ট ফাইন্যান্সিং এবং স্থানীয় অংশীদারকে গুরুত্ব দিয়ে কাজ করতে। যদিও ইনভেস্টরের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে এবং আমাকে ৫০ বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, তাই অনেকটাই অসহায়।”
পড়ুন: আগামী সপ্তাহ থেকে কমবে তাপমাত্রা, ডিসেম্বরে শৈত্যপ্রবাহের শঙ্কা
দেখুন: শেষ পর্যন্ত এতিমখানায়ও ডাকাতি, গরু লুট!
আর/


