১৪/০১/২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
22 C
Dhaka
১৪/০১/২০২৬, ১৮:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আওয়ামীলীগ বারবার দেশের স্বার্বভৌমত্বকে বিপন্ন করেছেঃ জামায়াত নেতা রফিকুল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফকিুল ইসলাম খান বলছেনে, স্বাধীন বাংলাদশেে নিষ্ঠুর স্বৈরাচার আওয়ামীলীগ সরকার বারবার দেশের স্বাধীনতা র্স্বাবভৌমত্বকে বিপন্ন করছে। ৭১ এর পর আওয়ামীলীগ স্বাধীন বাংলাদেশে বাকশাল কায়মেরে মাধ্যমে গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন ও শোষণরে নীতি অবলম্বন করছিল। আর স্বৈরাচারী শেখ হাসনিা গোটা দেশের মানুষ এবং রাজনতৈকি দলগুলোকে জিম্মি ও অবরুদ্ধ করে রেখেছিল।

বিজ্ঞাপন

জামায়াত নেতা রফকিুল ইসলাম খান আরও বলেন, পনের বছর আ’লীগরে ফ্যাসবিাদী চরত্রিরে অপশাসন ও শোষণরে আমলে খুন, গুম, মামলা-হামলা আর স্বাধীন, গণতান্ত্রকি প্রতষ্ঠিানগুলোকে ধ্বংসরে মহোৎসবে নর্মিমভাবে মতেছেলিো। দশেে ন্যয়বচিার বলতে কছিুই ছলি না।

মঙ্গলবার সন্ধ্যায় সরিাজগঞ্জ জলোর এনায়তেপুরে বষৈম্য বরিোধী ছাত্র-জনতা আন্দোলনে নহিতদরে মাগফরোত কামনায় দোয়া ও সমাবশে অনুষ্ঠতি হয়।

এনায়তেপুর থানা জামায়াতে ইসলামীর আমরি ডা. সলেমি রজোর সভাপতত্বি ও থানা জামায়াতরে সক্রেটোরী ডা. মোফাজ্জল হোসাইন সভা পরচিালনা করনে।

সিরাজগঞ্জ থেকে রফিক মোল্লা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন