দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড়মাঠে জাতীয় ও দলীয় পতাকা, বেলুন ও কবুতর উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।
উদ্বোধনি অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেন, সহসভাপতি খালেকিজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, আকতারুজ্জামান জুয়েল, মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, নওশাদ আলী, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডর বকুল, জেলা বিএনপি, পৌর বিএনপি, কোতয়ালি বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মহিলাদল, তাঁতীদল, ওলামাদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল ও সিনিয়র সহসভাপতি মোকাররম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহণকারী খেলোয়ারদের সাথে পরিচিত হন।
আগামী ৫ ডিসেম্বর ২০২৫ তারিখ এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
পড়ুন- অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও ছাগলের গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
দেখুন- ফ্যাসিবাদের উত্থান-পতনে সাংবাদিকের ভূমিকা আছে: আখতার হোসেন |


