১৫/০১/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৫/০১/২০২৬, ১:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা কলেজ দক্ষিণায়ন হলে প্রভোস্টের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

দক্ষিণায়ন হলে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে, যেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। রবিবার (১১ জানুয়ারী) পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

দক্ষিণায়ন হলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন হল প্রভোস্ট নাজমুল হোসাইন নয়ন (প্রভাষক, দর্শন বিভাগ)। তাঁর তত্ত্বাবধানে বিএনসিসি, রোভার স্কাউটসের সদস্যদের পাশাপাশি হলের সাধারণ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অভিযানের আওতায় হলের অভ্যন্তর ও বহিরাঙ্গনের বিভিন্ন অংশ পরিষ্কার করা হয়। ছাদ থেকে শুরু করে সিঁড়ি, বারান্দা, করিডোর এবং হলের বাইরের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। প্রতিটি ফ্লোরের বারান্দা পানি দিয়ে ধুয়েমুছে ফেলা হয়। শিক্ষার্থীরা দলবদ্ধভাবে কাজ করে স্বল্প সময়ে পুরো হলকে পরিচ্ছন্ন করে তোলে।

হল প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীরাও জানান, পরিচ্ছন্ন পরিবেশ শুধু আবাসনের মান বাড়ায় না, বরং স্বাস্থ্যঝুঁকি কমাতেও সহায়তা করে।

হল প্রভোস্ট নাজমুল হোসাইন নয়ন বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচালিত এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি পরিচ্ছন্ন হল গড়ে তুলতে প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। হলকে সবসময় পরিষ্কার রাখতে হবে।

তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। সবাই মিলে সচেতনভাবে কাজ করলে একটি সুন্দর ও বাসযোগ্য হল গড়ে তোলা সম্ভব।

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ বলেন, শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে পরিচালিত এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম একটি সুন্দর ও স্বাস্থ্যকর হল পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পড়ুন-চাঁপাইনবাবগঞ্জে অবৈধ পুকুর খননে এক লাখ টাকা জরিমানা

দেখুন-রিটার্নিং কর্মকর্তাদের নিষ্ক্রিয়তার পেছনে মব ভয় কাজ করছে: শামীম হায়দার পাটোয়ারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন