20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

অজ্ঞাত আসামির ফাঁদ: গ্রেপ্তার বাণিজ্যের শঙ্কা

আসামি অজ্ঞাত – এই শব্দ দুটিতেই মিশে আছে অদৃশ্য ভয়। অপরাধের ঘটনায় কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ থাকলেও অধিকাংশ চলে যায় অজ্ঞাতর তালিকায়। ৫ আগস্টের পর হওয়া অসংখ্য মামলায় এমন অজ্ঞাত আসামি লক্ষাধিক। তাই গ্রেপ্তার বাণিয্যের ফাঁদে পরার শঙ্কাও বাড়ছে। অলিউল রনির রিপোর্ট।

গেল এক মাসে সারা দেশে অজ্ঞাত আসামি করে থানা কিংবা আদালতে মামলার হিড়িক পড়েছে। নাম উল্লেখ না করে আসামি করা হয় দেড় লক্ষাধিক মানুষকে। আসামি অজ্ঞাত শব্দটিতে মিশে আছে অদৃশ্য ভয় আর শঙ্কা । মাথায় এসব মামলার বোঝা নিয়ে অনেকেই এখন ঘর ছাড়া।

চলমান পরিস্থিতির সুযোগ নিয়ে গ্রেপ্তার বাণিজ্য চলছে, অভিযোগ আইনজীবীদের।

ডিএমপির উপপুলিশ কমিশনার জানিয়েছেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেয়া হবে ব্যবস্থা।

তবে অজ্ঞাত এসব আসামির ন্যায়বিচার নিশ্চিতে শঙ্কা তৈরি করলেও বিচার প্রক্রিয়ার শুরুতে এসব মামলা খারিজ হয়ে যাবে বলে জানান সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য এই আইনজীবীরা। অজ্ঞাত নামা এসব মামলা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে বলেও জানান আইনজ্ঞরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন