27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

অভিনেত্রী শাওন গ্রেপ্তার

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থেকে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ডিবি হেফাজতে অভিনেত্রী শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। এ বিষয়ে তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে হবে।’আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন নিকটবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নরুন্দি বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয়।

পড়ুন:মেহের আফরোজ শাওন দুর্ঘটনার শিকার

দেখুন: প্রতারণার শিকার মেহের আফরোজ শাওন, গ্রেপ্তার ১ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন