29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

আওয়ামী লীগ কে নির্বাচনে স্বাগত জানানো হবে দায়ী ব্যক্তদিরে বিচার হবার পর: ড. ইউনুস

আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে তখনই যখন হত্যা নিযার্তনের জন্য দলটির দায়ী ব্যক্তিদের আওতায় আনা হবে।এ ছাড়াও সবাই সুষ্ঠু বিচার পাবেন এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস মার্কিন সাময়িকী টাইমকে। গত বৃহস্পতিবার সাময়িকিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগকে নিয়ে ড.ইউনুস বলেন,তাদের রাজনৈতিক ক্ষেত্রে মোকাবেলা করা হবে। তবে নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে যে কারো মতো তারাও স্বাধীন।

টাইমের প্রতিবেদনে উঠে এসেছে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতন, অন্তর্বতী সরকার গঠন, সংবিধান নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে কমিশন গঠনমানবাধিকার ও যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কুটনৈতিক সম্পর্ক সহ নানা বিষয়।

প্রতিবেদনে সংবিধান সংস্কার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা থাকবে নাকি রাষ্ট্রপতিশাসিত সরকার থাকবে। সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে নাকি এক কক্ষবিশিষ্ট হবে তা এখনো নির্ধারন হয়নি। গণভোটের প্রয়োজন রয়েছে কিনা সংবিধান সংস্কারের বৈধতার জন্য সে প্রশ্নও উঠেছে। তবে এই সব সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের কোন রাজনীতককে যুক্ত করা হয়নি।

বাংলাদেশের সবচেয়ে পুরোনো বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বলে উল্লেখ করে টাইমের প্রতিবেদনে বলা হয় অংশগ্রহণ বাদে সত্যিকার জাতীয় ঐক্যমত সম্ভব না-ও হতে পারে। একটা সময় আওয়ামীলীগের জনসমর্থন ছিল। তবে দেশে অবস্থান করা দলটির নেতারা বলছেন তাঁরা কোনো বাছবিচার ছাড়াই নির্বিচার আক্রান্ত হচ্ছেন।

সাময়িকীটির প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকায় যেসব প্রভাবশালী ব্যক্তি একসময় আওয়ামী লীগের সাথে নিজেদের নিজেদের যোগাযোগ বড় করে তুলে ধরতেন তাাঁরাও এখন দলটির সাথে সম্পর্ক গুটিয়ে নিচ্ছেন। ভয় পাচ্ছেন এই সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করে ব্যবসায়ী প্রতিদ্বন্দীরা তাঁদের উপর চড়াও হতে পারেন।

বাংলাদেশের অন্তর্বতী সরকার গঠনের পর সেপ্টেম্বরে জাতিসংঘরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ড.মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জো-বাইডেনের সাথে সাথে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দুই নেতার মধ্যে আনতরিকতার প্রসঙ্গ টেনে টাইমের প্রতিবেদনে বলা হয় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসার পর সম্পর্ক কেমন হবে তা নিয়ে গভীর উদ্বেক দেখা দিয়েছে।

তবে  ভিন্ন দৃষ্টি ভঙ্গির পর ট্রাম্পের সঙ্গে একটি অভিন্ন ক্ষেত্র  খুঁজে বের করতে পারবেন ড.ইউনুস কারণ তিনি আত্ববিশ্বাসী বলে টাইমের প্রতিবেদনে বলা হয় ড.ইউনুসের ভাষায় ট্রাম্প একজন ব্যবসায়ী আর ব্যবসার মধ্যে রয়েছে। আমরা একটি ব্যসায়ী অংশীদার চাই।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলো বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট
দেখুন: ইউনূসও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে?
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন