এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেটে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। তবে বর্তমানে সময়টা ভালো যাচ্ছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সম্প্রতি বোলিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। সেইসঙ্গে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও বাদ পড়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। সাকিবকে নিয়ে বেশ কড়া মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।
সম্প্রতি ঘোষিত আইসিসির বর্ষসেরা দলে সুযোগ পাননি দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্স-আপের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে উঠেছে প্রোটিয়ারা। এদিকে, বর্ষসেরা দলে জিম্বাবুয়ের ক্রিকেটার থাকলেও বাংলাদেশের কারও জায়গা হয়নি। সেদিকে ইঙ্গিত করেই আকাশ চোপড়ার মন্তব্য সাকিবকে ছাড়া বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে খুঁজে পাওয়া যাবে না।
নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, ‘সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এসব বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না।’

আকাশ চোপড়া আরও বলেন, ‘একাদশে কেউ নেই।
আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কী। সে নেই, দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না। খতম। ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট- কোথাও কোনো বাংলাদেশি নেই। মাঠে ও মাঠের বাইরে- তাদের শুধু পতনই হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’

আকাশ চোপড়ার পছন্দের ক্রিকেটারদের একজন সাকিব। এর আগে তাকে ‘সাকিব ইজ দ্য ড্যাডি অব অলরাউন্ডার’ (সাকিব অলরাউন্ডারদের বাবা) বলেও মন্তব্য করেছিলেন তিনি।
পড়ুন: সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
দেখুন: স্বর্ণের ব্যবসায় ক্ষতি নেই: আমিরাতে সাকিব |
ইম/