১৫/০৭/২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

আগামী ঈদুল ফিতরের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব খান

ঢালিউড মেগাস্টার শাকিব খান আগামী বছরের (২০২৬) ঈদুল ফিতরের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।

আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্টসহ টিভিসি-ডকুফিল্ম নির্মাণ করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। তারই অ্যাকশন নির্ভর একটি সিনেমায় দর্শক মাতাবেন ঢালিউডের কিং খান।

জানা যায়, বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর একটি ফাইভস্টার হোটেলে নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। নতুন সিনেমাটি ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে প্রযোজনা করছেন শিরিন সুলতানা।

আসন্ন ঈদের সিনেমাটি নির্মিত হবে মেজবাহ উদ্দিন সুমনের গল্পে। সিনেমাটির চিত্রনাট্যও তৈরি করেছেন মেজবাহ উদ্দিন সুমন। তার সঙ্গে চিত্রনাট্য তৈরি করেছেন মোহাম্মদ নাজিম উদ্দিন।

নতুন সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত কিছুই জানাতে চাননি সিনেমাটির নির্মাতা। এ প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ বলেন, এখনই কিছু বলতে চাইছি না। সবেমাত্র শাকিব ভাইকে গতকাল নতুন সিনেমায় চুক্তিবদ্ধ করিয়েছি। শুধু বলবো, এটা একটা অ্যাকশন ফিল্ম হবে যেটি দর্শক লার্জার দ্যান লাইফ হিসেবে বিগস্ক্রিনে দেখতে পাবেন।

সিনেমায় শাকিবের বিপরীতে কোন অভিনেত্রী রয়েছেন জানতে চাইলে নির্মাতা বলেন, সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। অন্যান্য অভিনেতা-অভিনেত্রী কারা থাকবেন সেগুলোরও প্রক্রিয়া চলমান। সবকিছু চূড়ান্ত হলে আগামীতে তা জানানো হবে।

শোনা যাচ্ছে, সিনেমাটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। এ সিনেমায় ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করবেন শাকিব খান।

পড়ুন : বুবলীর কর্মকাণ্ড দেখে অপু বিশ্বাসকে যা বলেন শাকিব খান

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন