১৫/০৭/২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ণ

আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও বাগেরহাটে প্রধান সহকারীকে অফিসে ঢুকতে বাধা

বাগেরহাট পুলিশ অফিসে দীর্ঘদিন কর্মরত প্রধান সহকারী এস এম হাফিজুর রহমান খাগড়াছড়িতে বদলির আদেশের বিরুদ্ধে আদালতের স্থগিতাদেশ পেলেও, তিনি নিজ দপ্তরে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার (১৫ জুন) সকালে অফিসে গেলে তাকে গেট থেকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে জানান হাফিজুর রহমান। তিনি আরও জানান, পরে অফিসে ঢুকে দেখেন, তার নিজ কক্ষ তালাবদ্ধ। পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ অফিসে আসলে তিনি আদালতের স্থগিতাদেশের কপি তার হাতে তুলে দেন। কিন্তু পুলিশ সুপার তাকে অফিসের কাজ না করার নির্দেশ দেন এবং বিষয়টি পরবর্তীতে দেখবেন বলে জানান।

হাফিজুর রহমান বলেন, “আমি গত ২৯ মে অসুস্থতার কারণে অফিস শেষে বাসায় যাই। রাতেই জানতে পারি আমার বদলির আদেশ হয়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে এক মাস বিশ্রামে থাকি। ২ জুন আদালতে আবেদন করি, এবং আদালত ২৩ জুন পর্যন্ত বদলির আদেশ স্থগিত করেন।”

ঘটনার বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএ/

দেখুন: ড. ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন