অবশেষে বুটজোড়া তুলে রাখার পর আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায়ের ঘোষণা দিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সফল লেফট-ব্যাক হিসেবে পরিচিত মার্সেলো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া এক ভিডিও বার্তায় ফুটবলকে বিদায়ই বলে দিলেন এই রিয়াল ব্রাজিলিয়ান তারকা।
একজন খেলোয়াড় হিসেবে আমার অধ্যায় এখানেই শেষ, তবে ফুটবলের জন্য আমার এখনো অনেক কিছু দেওয়ার বাকি,’—বলেছেন মার্সেলো, যেখানে তার ক্যারিয়ারের উজ্জ্বল মুহূর্তগুলোর ভিডিও সংযোজিত ছিল।
ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে তার ফুটবলের হাতেখড়ি। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। রিয়ালের হয়েই তিনি জিতেছেন সবকিছু। ১৫ বছরের ক্যারিয়ারে মার্সেলো খেলেছেন ৩৮৬ ম্যাচ। ক্লাবে হয়ে জিতেছেন ৬টি লা লিগা ও ৫টি চ্যাম্পিয়নস লিগ।রিয়াল ছেড়ে অলিম্পিয়াকোস ঘুরে সেই ফ্লুমিনেন্সেই ফিরেছিলেন ৩৬ বছর বয়সী মার্সেলো। গত বছর কোচের সাথে বাকবিতণ্ডার জেরে তার সাথে চুক্তি বাতিল করে ক্লাবটি। এরপর থেকেই ক্লাবহীন অবস্থান আছেন তিনি।
ব্রাজিল জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচ খেলা মার্সেলো আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো শিরোপা জিততে পারেননি। তবে ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ, ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০১২ অলিম্পিকে রুপার পদক জেতেন তিনি।
ব্রাজিলের হয়ে ২০০৬ সালে অভিষেক হয়েছিল মার্সেলোর। সেলেসাওদের হয়ে সবশেষ ২০১৮ সালে মাঠে নেমেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন মোট ৫৮ ম্যাচ।
পড়ুন:২০২৫ সালে একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল
দেখুন:অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের কণ্ঠে আত্মবিশ্বাসের সুর |
ইম/