27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

আবহাওয়ার পূর্বাভাস : রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

পূর্বাভাস বলা হয়েছে, বিশেষ করে উত্তর ও দক্ষিণ বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাগুলিতে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে সারা দেশে ৭২ ঘণ্টা বৃষ্টি হওয়ায় সম্ভবনা রয়েছে এবং ভোর রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পড়ুন:কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার পূর্বাভাসে

দেখুন:সন্ধ্যার মধ্যেই লঘুচাপ, আবহাওয়ায় দুঃসংবাদ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন