২১/০৬/২০২৫, ২২:২৬ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:২৬ অপরাহ্ণ

কাকরাইলে স্বাভাবিক যান চলাচল, আন্দোলন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চার দফা দাবির পরিপ্রেক্ষিতে সরকারের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে ‘জবি ঐক্য প্ল্যাটফর্ম’। এর ফলে রাজধানীর কাকরাইল মোড় এবং যমুনা অভিমুখে সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে, স্বাভাবিক হয়েছে যান চলাচল। তবে এখনো নিরাপত্তার অংশ হিসেবে পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, “সরকার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে, আমরা এতে সন্তুষ্ট। তবে আমরা আশা করি, সরকার টালবাহানা না করে দ্রুত দাবি বাস্তবায়নে পদক্ষেপ নেবে।”

সড়ক খুলে দেওয়ায় রাজধানীবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এক মোটরসাইকেল চালক আবদুল কাদের জানান, “ঢাকায় কোনো রাস্তা বন্ধ হলে পাশের রাস্তায় জ্যাম লেগে যায়। আজ রাস্তা খোলা থাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারছি।”

পড়ুন: দাবি আদায়ে অনড় জবি শিক্ষার্থীরা, ছাতা মাথায় নিয়ে কাকরাইলে অবস্থান

দেখুন: কাকরাইলে এস এ পরিবহনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন