জুলাই-আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে পুলিশের সাবেক প্রধান আবদুল্লাহ আল মামুন।
আগামী ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

আজ রবিবার (১৬ মার্চ) সকালে আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেখানে তার বিরুদ্ধে হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
এছাড়া, সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান এবং জাকির হোসেনকে আগামী ১৮ মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ কারণেই তাকে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এনএ/