১৮/০৬/২০২৫, ২৩:৫১ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:৫১ অপরাহ্ণ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

গাইবান্ধার সাঘাটায় ঘরের চালা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালের উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে পশ্চিশ কামালেরপাড়া গ্রামে এ দূঘর্টনা ঘটে।

নিহতরা হলেন, পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২), মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০), সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পু্লিশ ও স্থানীয়রা জানান, আজ বৃজস্পতিবার বিকালে মিলন মিয়া তার বসতবাড়ীর ঘরের চালা পরিস্কার করার জন্য চালে ওঠে । বিদ্যুতের সংযোগ লাইন লিকেজ হয়ে পুরো ঘরের টিনের চালা বিদ্যুয়াতিত হয়ে তিনি চালায় আটকে যান। এসময় তার চাচা ইয়াকুব আলী তাকে উদ্ধার গেলে তিনিও আটকে যান। পরে প্রতিবেশী মোশারফ হোসেন চাচা -ভাতিজাকে উদ্ধার করতে গেলে সে বিদ্যুয়াতিত হন। মিলনের পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেন। তাদের চিৎকারের আশপাশের লোকজন ঘটনাস্হলে এসে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে তারা মারা যান।

সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।

পড়ুন: গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার কবিরকে দিনাজপুরে গ্রেপ্তার

দেখুন: গাইবান্ধা শহরে সিসি ক্যামেরা নষ্ট, বিদুৎতের তার চুরির হিড়িক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন