জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ধূমপান বিতর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। চমক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সিগারেট নারী ও পুরুষের শরীরের জন্যই ক্ষতিকর, তাই সবারই উচিত ধূমপান থেকে বিরত থাকা। তিনি লেখেন, “সিগারেট নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর। নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।”
এদিনের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিনেত্রীর মতামতের প্রতি অনেকেই সমর্থন জানিয়েছেন, তবে কিছু নেটিজেন তার প্রতি কটাক্ষও করেছেন। তবে চমক তার পোস্টের পর কোনো ধরনের প্রতিক্রিয়া জানাননি।
চমকের মন্তব্যের পেছনে রয়েছে রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে ঘটিত একটি বিতর্ক। সেখানে এক বয়স্ক ব্যক্তির সঙ্গে দুই তরুণীর বাগবিতণ্ডা হয়, যার পর স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। পুলিশ এসে দুই তরুণীকে উদ্ধার করে এবং পরে তারা ‘ভুল হয়েছে’ বলে আপসনামা দেয়।
এ ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেন, উন্মুক্ত স্থানে সিগারেট খাওয়া সবার জন্যই নিষেধ এবং এটি একটি অপরাধ। তিনি বলেন, “রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়।” তার এই বক্তব্যের পর রাজধানীতে বিক্ষোভ শুরু হয় এবং কিছু মানুষ তার অপসারণ দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে, কেউ তার বক্তব্যের সমর্থন করেছেন, আবার কেউ সমালোচনা করেছেন।

এই বিতর্কে যোগ দিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক,
যিনি ধূমপানকে নারী ও পুরুষের জন্যই ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন। তার এই মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছে, যেখানে মানুষ ধূমপানের ক্ষতিকর প্রভাব এবং এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
পড়ুন : নারীদের প্রতি সহিংসতা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- জজ হোসনে আরা বেগম
দেখুন : কোন বয়সী পুরুষের প্রতি দুর্বল থাকে নারী? |
ইম/