জুলাই গণঅভ্যুত্থানের সৈনিকরা ইতিহাসের স্রষ্টা। বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য কনের তিনি।
গণঅভ্যুত্থানের আহত ও নিহত পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সকালে ২১ শহীদ পরিবার ও ৭ জন আহতের মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্যে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এসময় জুলাই বিপ্লবের সৈনিকদের নতুন বাংলাদেশের স্রষ্টা হিসেবেও তিনি অভিহিত করেন তিনি ।
এছাড়াও শহীদ পরিবার ও আহতের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে সরকারের অংশ হলেন।
বেঠকে যোদ্ধাদের ২ টি ক্যটাগরিতে ভাগ করে সুবিধা প্রদানের কথা জানানো হয় । এছাড়াও তাদের পরিচয়পত্র প্রদান, প্রশিক্ষণ ও অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি ও আধঅ সরকারি চাকরিতে সুযোগ ও মাসিক ভাতা প্রদানের কথা জানানো হয়।
বৈঠকে তিনটি শহীদ পরিবার ও তিনজন যোদ্ধা বক্তব্য রাখেন। তাঁরা হত্যাকাণ্ডের বিচার, জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এসময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন তারা।
পড়ুন:জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ অবরোধ
দেখুন:ফিরে দেখা: আন্দোলনের ঘটনা প্রবাহ |
ইম/