ঝিনাইদহের শৈলকূপায় দেবরের লাঠির আঘাতে ভাবির মৃত্যু হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে।
নিহত রেশমা খাতুন(৩৭) একই গ্রামের হামিদুল জোয়ার্দারের স্ত্রী।

ঝিনাইদহে পুলিশ ও স্থানীয়রা জানান,
গত রোববার ইফতারির আগে রেশমা খাতুন রান্না করছিলেন, তখন তার দেবর নাহিদ জোয়ার্দার পিছন থেকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন রেশমা খাতুন।
পরে স্থানীয়রা উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আজ দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেশমা খাতুন।
এদিকে এ ঘটনার পর থেকে ঘাতক নাহিদ জোয়ার্দার পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক নাহিদ মানসিক বিকারগ্রস্থ ছিলেন। এর আগে তিন মেয়াদে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ঝিনাইদহ শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় এখনও মামলা হয়নি। আসামি ধরতে চেষ্টা চলছে।
পড়ুন : শিশু আছিয়াসহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন
দেখুন : ট্রিপল মা*র্ডা*র, এলাকায় আতঙ্ক |
ইম/