সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে এখন পর্যন্ত ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত যৌথবাহিনী মহানগর এলাকায় ২৭৪ জন এবং রেঞ্জ এলাকায় এক হাজার ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।
এর আগে, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ডেকে নিয়ে হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনার পর শনিবার গাজীপুরে বিক্ষোভ হয় এবং এর পর গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়।
এনএ/