15.1 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫

ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত

ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে অন্তর্বরতীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

ইয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি।’

এ সময় অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন