আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা-করাচি-লাহোর সরাসরি ফ্লাইট শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। মঙ্গলবার ইসলামাবাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসির মনসুর কোরেশির সাথে এক বৈঠকে তিনি এ কথা জানান।
পাকিস্তানের সংবাদমাধ্যমে বলা হয়, বৈঠকে বাংলাদেশি হাইকমিশনার বলেন, এই ঘোষণা একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

এছাড়া দুই দেশের ব্যবসা ও বাণিজ্য আরও সহজ করতে ঢাকা, করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও খুব শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে, গত জানুয়ারিতে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হুসাইন খান বলেছিলেন, ‘‘পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কে বর্তমানে নতুন যুগের সূচনা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিক উপায়ে শক্তিশালী হতে চলেছে। দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এখনও চালু হয়নি। তবে এই বিমান চলাচল শুরু করাটা উভয় দেশের জনগণের দাবি।
তিনি বলেন, বাংলাদেশি রোগীরা চিকিৎসার জন্য পাকিস্তান ভ্রমণ শুরু করেছেন; যা দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে ঘনিষ্ঠ করছে।
হাই কমিশনার ইকবাল হুসাইন খান বলেন, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব বিমান চলাচল শুরু করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত আমি জানি, বাংলাদেশের পক্ষ থেকে আমাদের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-করাচি-লন্ডন বিমান পরিচালনার পরিকল্পনাও করছে।
পড়ুন:ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে ফ্লাইট বাতিল
দেখুন:মাঝ আকাশে বিমানে তীব্র ঝাঁকুনি ফ্লাইট টার্বুলেন্স কী, কেন ঘটে? |
ইম/