28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২, ২০২৪
spot_imgspot_img

তিস্তার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপরে

উজানের ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে বৃষ্টি না হলেও পানি ক্রমাগত বেড়েই চলছে তিস্তার। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কাউনিয়া পয়েন্টে নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানিয়েছেন।

সরদার উদয় রায়হান গণমাধ্যমকে বলেন, ‘এখন বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও আগামী ২৪ ঘণ্টায় তা কমতে পারে। তবে রংপুরের কাউনিয়ায় পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা ব্যারাজে সে অনুপাতে পানি বাড়েনি।’

কাউনিয়া পয়েন্টে পানি বাড়ায় তিস্তা নদীর নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন