31 C
Dhaka
সোমবার, মার্চ ১৭, ২০২৫

ধানমন্ডি ৩২-এ বাড়িতে ভাঙচুর চলছে সকালেও

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি আজ সকালেও ভাঙচুর করছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় এ চিত্র।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাড়ির ভেতরে দরজা, জানালা, লিফট ইত্যাদি  জিনিসপত্র খুলে নিচ্ছেন। বাড়িটির সামনে দাঁড়িয়ে স্লোগানও দিতে দেখা গেছে অনেককে।
 
ফেসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত ৮টা থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দিতে দেখা যায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এর আগে, ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। 

এনএ/

দেখুন: ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন