নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়কে বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে কর্মসূচী পালন করেছে মাধবদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ কর্মসূচীতে ঘোষনা দেন আগামী চারদিনের মধ্যে যদি বাইপাস প্রকল্পের কাজ বন্ধা না করা হয়। তাহলে সড়ক অবরোধ, মহাসড়ক বন্ধ করে দিবে মাধবদীর ব্যবসায়ী ও সাধারণ জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে পূর্বঘোষিত মাধবদীর পুরাতন বাস্ট্যান্ডে এই সমাবেশ স্থানীয় ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। এ সভা শেষে সাধারণ মানুষ মহাসড়ক অবরোধ করে বিক্ষোব করেন। এতে দুর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা।
এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-সিআইপি মোশারফ হোসেনের, আনোয়ার হোসেন আনুর, সদর থানা বিএনপির সভাপতি ও মাধবদী-বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা আবু সালেহ চৌধুরী, মাধবদী শহর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান ও সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, মাধবদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শেখেরচর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল বারেক, শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম,বাবুরহাট বণিক সমিতির সভাপতি বোরহান উদ্দিন, বিএনপি নেতা আব্দুল বাতেন শাহিন, থানা যুবদলের হবে সাহানুল্লাহ সহ মাধবদী-বাবুরহাটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে ফসলি জমির ওপর দিয়ে বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়। এতে একদিকে মাধবদী ও বাবুরহাটের যে ঐতিহ্য, সেটি ধ্বংসের পাঁয়তারা চলছে, অন্যদিকে সরকারের তিনগুন বেশি টাকা খরচ করা হচ্ছে। এই মাধবদী ও বাবুরহাটকে ঘিরে অনেক শিল্পকারখানা ও অর্ধশত ব্যাংকের শাখা রয়েছে। প্রায় দশ লাখ মানুষের কর্মসংস্থান এই এলাকায়।

এছাড়া দেশের ৭০ভাগ বস্ত্রের চাহিদা করা দুইটি বাজারে প্রতি সপ্তাহে পাঁচ হাজার কোটি টাকা লেনদেন হয়। মাধবদী ও বাবুরহাটকে পাশ কাটিয়ে সড়ক নির্মাণ হলে বিপুল পরিমাণ মানুষ কর্মহীন হয়ে পড়বে। ব্যবসায়ীক লেনদেন কমে যাবে। এতে থুবড়ে পরবে মাধবদী-বাবুরহাটের অর্থনীতি ও টেক্সটাইল শিল্প।
তাই এই শিল্পকে বাঁচাতে নতুন বাইপাস সড়কের কাজ বন্ধ করে পুরনো মহাসড়ক প্রশস্ত করার জোর দাবি জানান তারা। সমাবেশ থেকে জানানো হয়, আগামী ৪ দিনের মধ্যে দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে ঢাকা-সিলেট মহাসড়ক পুরোপুরি বন্ধসহ লাগাতার কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে কঠোর হুশিয়ারি দেন কর্মসূচীর প্রধান অতিথি আবু সালেহ চোধুরী।
পড়ুন:নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
দেখুন:নরসিংদীতে ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ
ইম/