34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধুয়া, মির্জারচর ও চাঁনপুর ইউনিয়নের কূল ঘেঁষে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার (তারিখ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্থানীয় বাসিন্দারা এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ভুক্তভোগী পরিবারদের ক্ষতিপূরণসহ ৬ দফা দাবি জানানো হয়। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যার ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতোমধ্যে অনেক বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া, নদীর পাড় দুর্বল হয়ে পড়ায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো হুমকির মুখে পড়েছে।

ভুক্তভোগীদের দাবি, এ বিষয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদার, নরসিংদী জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. নজরুল ইসলামসহ এলাকাবাসী।

এপিপি মো. নজরুল ইসলাম বলেন, “অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের ফলে ভাঙন সৃষ্টি হয়েছে এবং বহু কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা দ্রুত বালু উত্তোলন বন্ধ করে প্রয়োজনীয় শাস্তির দাবি জানাই। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণসহ ৬ দফার দাবির বাস্তবায়নের দাবি করছি।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বলেন, “স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সীমিত জনবল নিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আমাদের অভিযানে হামলার ঘটনাও ঘটেছে। তবে আমরা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।”

এনএ/

দেখুন: নরসিংদীতে ড্রাগন চাষে বিপ্লবের আশাবাদ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন