১৪/০৬/২০২৫, ১৩:২২ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৩:২২ অপরাহ্ণ

নেত্রকোনায় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় মদ জব্দ

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে মালিকবিহীন ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব মাদক পরিবহন কাজে ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (১৬ মে) বেলা পৌনে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগ গত বৃহস্পতিবার দিনগত রাত ১০টার দিকে বিদেশী মাদক ও নৌকা দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকা থেকে জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র সাত সদস্যের একটি বিশেষ টহল দল।

বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র অধীনস্থ ভবানীপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫২/১-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে হতে বিদেশী এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

তিনি আরো জানান, জব্দকৃত ২৩৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

এনএ/

দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন