২০/০৬/২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ

নোয়াখালীতে মে দিবসে শ্রমিক দলের শোভাযাত্রা ও আলোচনা সভা

‘প্রতিটি শ্রমজীবি মানুষের অধিকার দূর হোক সকল বৈষম্য, মেহনতি মানুষের পাশে আছি, থাকবো আমৃত্যু’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

বৃহস্পতিবার (০১ মে) বিকালে জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শহর মাইজদীর প্রধান সড়কের বড় মসজিদ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় জাতীয়তাবাদী শ্রমিক দল নোয়াখালী জেলা শাখার আহবায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন সেলিম, পৌর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ প্রমূখ।

মে দিবসের এই কর্মসূচি সফল করতে পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নেয়াজ হোসেন হৃদয়ের নেতৃত্বে দুপুর থেকে শহরের ঈদগাহ্ মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে বর্ণাঢ্য র‌্যালি’সহ জেলা শ্রমিক দলের মূল শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেয় নেতাকর্মীরা। এরপরই সদর উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেয় শোভাযাত্রায়। বিকাল ৪ টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে মে দিবসের এই কর্মসূচি।

বাংলাদেশে এখনো শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি, বিএনপি সব সময় শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে মন্তব্য করে আলোচনা সভার প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো বলেন, গত ১৭ বছর অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। বিএনপির একেকজন নেতাকর্মীর বিরুদ্ধে ৩০-৪০ টা করে মামলা হয়েছে, জেল-জুলুম খেটেছে। অথচ এখন আপনারা অনেক বড়াই করছেন, বড় বড় কথা বলছেন, বিএনপির যদি সিদ্ধান্ত হয়, তাহলে বাংলাদেশে এক ঘন্টাও আপনারা থাকতে পারবেন না।

তিনি বলেন, হঠাৎ করে উড়ে এসে, জুড়ে বসে আজকে ক্ষমতার স্বাদ নিচ্ছেন, মনে হচ্ছে আপনারাই এই দেশের ধারক-বাহক। স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখা ভালো নয়। ইতিমধ্যে শুরু করেছেন, একজনে ১২০টি গাড়ি নিয়ে ঠাকুরগাঁওয়ে যান, আপনার বাবা কোন জমিদার? আপনি ১২০টি গাড়ি নিয়ে ঠাকুরগাঁওয়ে যান পথ সভা করতে, লজ্জা লাগে না? আরেকজন হাতিয়ার হান্নান, ভাতের খবর নাই, তিনি এখন ছাদ খোলা গাড়িতে হাতিয়া ঘুরেন! বিএনপি অনেক বড় দল, তাই সাবধান করে দিতে চাই, বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করলে এর পরিনাম ভালো হবে না।

পড়ুন : নোয়াখালীতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন