26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দিয়ে মারা যান নারী ভক্ত!

বলিউডের শক্তিমান অভিনেতা সঞ্জয় দত্ত। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে সিনেমায় ফিরেছেন তিনি। ক্যানসার আক্রান্ত অবস্থাতেই তিনি উপহার দিয়েছেন কেজিএফ-২ সিনেমা। যেটি সুপার হিট হয়।

এক মহিলা তার মৃত্যুর পূর্বে প্রায় ৭২ কোটি টাকার সম্পত্তি তার দীর্ঘদিনের ভক্ত সঞ্জয়ের নামে লিখে দিয়েছেন। এই অস্বাভাবিক সিদ্ধান্তটি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে।

বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে যে, সঞ্জয়ের সাথে ওই নারীর সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় এবং দীর্ঘ সময় ধরে তিনি তাকে মানসিক ও শারীরিকভাবে সহায়তা প্রদান করছিলেন। তিনি তার জীবনের শেষ সময়ে এসে সম্পত্তির একটি বড় অংশ সঞ্জয়ের নামে ট্রান্সফার করার সিদ্ধান্ত নেন।

এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তবে অভিনেতা নিশাকে চিনতেন না। কোনোদিন তাদের দেখাও হয়নি। যে কারণে ভক্তের এমন পাগলামো কর্মকাণ্ডে সায় দেননি তিনি। সঞ্জয় জানান, পুরো ঘটনায় তিনি অভিভুত। তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি।  

ভক্তের এমন ভালোবাসায় হতভম্ব হয়েছিলেন সঞ্জয়। ভাবতেও পারেননি কেউ তাকে ভালোবেসে নিজের সর্বস্ব লিখে দিতে পারে! তবে ওই সম্পত্তি গ্রহণ করেননি অভিনেতা। তিনি বলেছিলেন, ‘আমাদের মতো অভিনেতার নামে লোকে সন্তানের নাম রাখেন, রাস্তায় পিছু নেন, উপহারও পাঠান। কিন্তু এই ঘটনা আমাকে হতবাক করেছে। আমি নিশাকে চিনি না। কিন্তু তিনি যা করেছেন তার পর আমি বাক্যহারা। সম্পত্তির এক কণাও আমি দাবি করব না।’

এর পর আইনজীবীরা যোগাযোগ করলেও সঞ্জয় সেই সম্পত্তি নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। শেষমেশ মধ্যস্থতা করতে চেয়ে বলেন, সম্পত্তির অধিকার যাতে পরিবার পায় তার জন্য আমি যে কোনো আইনি পথে হাঁটতে রাজি আছি।

ব্যাক্তিগত  জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। এছাড়াও, রয়েছে তার একাধিক ব্যবসা।

পড়ুন:মালা বিক্রেতা সেই ভাইরাল মোনালিসা এবার বলিউডে!

দেখুন:বলিউড তারকারা কে কত বিদ্যুৎ বিল দেন মাসে?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন