27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন জয়া, মোশাররফ ও চঞ্চল

আগামী ১৮ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘ফিল্মফেয়ারে’ অ্যাওয়ার্ডসের বিশেষ আয়োজন ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’। এই পুরস্কারটি পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি তথা টলিউডের সেরা শিল্পী, নির্মাতা এবং কলাকুশলীদের স্বীকৃতি দিচ্ছে। পাশাপাশি, ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির জন্যও রয়েছে আলাদা পুরস্কারের আয়োজন। এই বছরের আয়োজনটি বাংলাদেশের অভিনেতাদের জন্যও এক বড় অর্জন, কারণ এখানে স্থান পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা।

ফিল্মফেয়ারে বছরের পুরস্কার অনুষ্ঠানে এবারের মনোনয়নে স্থান পেয়েছেন বাংলাদেশের তিন অভিজ্ঞানী শিল্পী—জয়া আহসান, মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী। তাদের সবারই উল্লেখযোগ্য কাজ ছিল টলিউডে, যা তাদের এই মনোনয়ন এনে দিয়েছে।

জয়া আহসান— যিনি দীর্ঘদিন ধরে টলিউডে সফলভাবে কাজ করছেন, তিনি সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। তার মনোনয়ন এসেছে সিনেমা ‘বহুরূপী’র জন্য। এর আগে তিনি ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন, এবং এবারের এই মনোনয়ন তাকে পঞ্চম পুরস্কারটি পাওয়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। জয়া আহসানই ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র শিল্পীদের মধ্যে প্রথম যারা ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন।

এছাড়া চঞ্চল চৌধুরী মনোনীত হয়েছেন সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে। তার মনোনয়ন এসেছে সৃজিত মুখার্জির পরিচালিত ‘পদাতিক’ সিনেমায় অভিনয়ের সুবাদে। চঞ্চল চৌধুরী টলিউডে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে তার যাত্রা শুরু করেন, এবং বর্তমানে তার অভিনয় ক্যারিয়ার নতুন উচ্চতায় পৌঁছেছে।

আরেকজন মনোনীত বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। তিনি ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য মনোনীত হয়েছেন সেরা অভিনেতা (সমালোচক) বিভাগে। মোশাররফ করিম এ সিনেমায় গ্যাংস্টার হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করেছেন, যা দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এবারের আসরে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, চন্দন সেন এবং পরাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক গুণী অভিনেতার নাম রয়েছে। এই প্রতিযোগিতায় বাংলাদেশের শিল্পীদের মনোনয়ন উঠে আসা সত্যিই এক ঐতিহাসিক মাইলফলক।

বাংলা চলচ্চিত্রের জন্য নতুন দিগন্ত:
এ বছরের ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি বড় উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। এ পুরস্কারের মাধ্যমে বাংলা সিনেমাকে আরও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিশেষভাবে বাংলাদেশি শিল্পীদের জন্য এই আয়োজন নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

এছাড়া, পুরস্কারপ্রাপ্তদের জন্য ‘ফিল্মফেয়ারে’ মঞ্চে অভিষেকের দিনই তাদের ক্যারিয়ার একটি নতুন গতি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অভিনেতারা শুধু টলিউডে নয়, গোটা ভারতীয় চলচ্চিত্রে আরো গুরুত্ব সহকারে জায়গা করে নিতে পারবেন।

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস দীর্ঘ সাত দশক ধরে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে, এবং এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার। এমনকি, এই পুরস্কারের মাধ্যমে ভারতীয় সিনেমার আন্তর্জাতিক খ্যাতি আরও বৃদ্ধি পাচ্ছে। এবার ভারতীয় বাংলা সিনেমার সাথে জড়িত শিল্পীদের পুরস্কৃত করার উদ্যোগ নিলে তারা বড় ধরনের সফলতা অর্জন করবে।

পড়ুন : চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভারতের আয় হলো কত?

দেখুন : বিশ্বের সবচেয়ে বড় পরিবার | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন