টানা বৃষ্টিতে পানি জমেছে রাজধানীজুড়ে। হঠাৎ জলাবদ্ধতায় ব্যাপক ভোগান্তিতে নগরবাসী। পড়তে হচ্ছে যানজটেও। সঙ্গে যোগ হয়েছে যানবাহনের বাড়তি ভাড়া।
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাতভর বৃষ্টি। দিনেও একই দশা। আর এতেই পানিতে তলিয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। কোথাও হাঁটু পানি, কোথাও কোমড় পানি। রাজধানীর মিরপুর রোডের প্রধান সড়ক দেখলে মনে হয় নদী বা খাল।
এমন অবস্থায় ঘর থেকে বের হওয়াই দায়। নগরবাসী পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। বিপাকে খেটে খাওয়া মানুষ।
অনেক সড়কেই ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়েছে যানবাহন। এতে নাকাল হতে হয়েছে যানজটে। বাড়তি ভাড়াও গুনতে হয়েছে নগরবাসীকে।
টানা বৃষ্টির কারণেই, রাজধানীর সব সড়কেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি নামছে ধীরগতিতে, তাই ভোগান্তিটাও হচ্ছে দীর্ঘ সময় ধরে।