বাংলাদেশের রাজধানী ঢাকার একটি বিলাসবহুল ১০ তলা ভবনের বাসিন্দা হিসেবে টিউলিপ সিদ্দিকের নাম অন্তর্ভুক্ত ছিল। তার পরিবারের নামে ভবনটির নামকরণ করা হয়।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

টিউলিপ সিদ্দিক হলেন যুক্তরাজ্যের সাবেক দুর্নীতিবিরোধী মন্ত্রী এবং লেবার পার্টির পার্লামেন্ট সদস্য (এমপি)। তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে টিউলিপের স্থায়ী ঠিকানা ছিল ‘সিদ্দিকস’ নামক ঢাকার এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তখন তিনি যুক্তরাজ্যের উত্তর লন্ডনের ক্যামডেনের কাউন্সিলর ছিলেন। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি রাজধানীর গুলশানে অবস্থিত।

আদালতের নথিপত্র এবং সংবাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে টিউলিপের সঙ্গে সংশ্লিষ্ট পঞ্চম সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। তবে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সূত্রমতে, বাংলাদেশে টিউলিপের কোনো সম্পত্তি নেই। তবুও, সিটি মিনিস্টারের পদ থেকে প্রায় এক মাস আগে পদত্যাগের পরেও টিউলিপ সম্পত্তি সংক্রান্ত বিষয় এবং তার খালা শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে যোগসূত্র নিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
প্রসঙ্গত, টিউলিপের খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে আছেন। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়।
এনএ/