চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে ৬ উইকেটে হারল বাংলাদেশ। পাল্টায়নি টাইগারদের ব্যাটিংয়ের সেই চিত্র। টপ অর্ডার ব্যর্থতায় ৩৫ রান তুলতেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন বোলাররা। তবে শেষ হাসিটা ভারতই হেসেছে।
দুবাইতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। দলকে জয় এনে দেয়ার পথে ১০১ রানের অপরাজিত ইনিংস উপহার দেন শুভমান গিল।
বিজ্ঞাপন
টাইগারদের পক্ষে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


