২০/০৬/২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই দেশ ছাড়ছেন অনুপম

কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ভারত ত্যাগ করলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। তবে দেশ ছাড়ার আগে ভক্তদের উদ্দেশে দিয়ে গেলেন একটি আবেগঘন বার্তা, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অনুপম খের তার বার্তায় লিখেছেন, “দেশই মানসিক শক্তির সবচেয়ে বড় উৎস। মন খারাপ লাগছিল, তাই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। ভাবিনি কথাগুলো এত দীর্ঘ হয়ে যাবে। ইচ্ছে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন।”

তিনি প্রায় ৯ মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বলেছেন, “যখন মন খারাপ হয়, তখন ভাবি আমি কোথা থেকে শুরু করেছিলাম এবং আজ কোথায় দাঁড়িয়ে আছি। এখান থেকেই আমি অনুপ্রেরণা পাই। ভারতের জন্ম ১৯৪৭ সালের ১৫ আগস্ট, আর আমি জন্মেছি ১৯৫৫ সালের ৭ মার্চ। আমরা যেন ভাইবোনের মতো।”

নিজের অভিনয় জীবন থেকে শুরু করে তিনি ভারতের প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেন। বলেন, ‘ত্রিবর্ণরঞ্জিত পতাকা’, ‘ভারতমাতার জয়’—এই ধরনের শব্দই তাকে আবেগতাড়িত করে তোলে। শুধু তিনি নন, বরং প্রতিটি ভারতীয় নাগরিকই এসব শব্দে গভীরভাবে আবেগী হয়ে পড়েন।

তিনি আরও বলেন, “সম্প্রতি আমরা আমাদের কিছু সাহসী সৈনিককে হারিয়েছি। তাদের পরিবার যে বেদনায় রয়েছে, তা ভাবলে নিজের দুঃখ খুব সামান্য মনে হয়।”

অনুপম মনে করেন, হয়তো বয়স বাড়ার কারণে তিনি এখন বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন, তবে মনের ভিতরে তিনি একজন সাহসী মানুষ।

তার এই ভিডিও দেখে অনেক ভক্তই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন।

তবে অনুপম খের হঠাৎ দেশ ছাড়ছেন কেন? তার কারণ হলো আগামী ১৩ মে ‘তণ্বী দ্য গ্রেট’ ছবির বিশেষ প্রদর্শনী রয়েছে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। সেই উপলক্ষে তিনি দেশ ছাড়ছেন, যদিও দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তার উদ্বেগ স্পষ্ট।

বিদেশ যাত্রার আগে এই অভিনেতা জানিয়ে গেলেন, ছবির সাফল্যের চেয়েও বেশি তার মন পড়ে আছে দেশের সংকটময় মুহূর্তে। তাই দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন এক অন্তর থেকে আসা অনুভব।

এনএ/

দেখুন: পা/র/মা/ণ/বি/ক যু/দ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন