তেমনটা পরিবর্তন না করে মুদ্রানীতি ঘোষণায় নেয়া হয়েছে সাবধানতা। তবে শেয়ারবাজারে বিনিয়োগ ও আস্থা বাড়াতে বিল ও বন্ডের সুদহার কমানোর পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে বিএসইসির কার্যক্রমকে।
আগামী ছয় মাসে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত মুদ্রানীতিতে দেয়া হয়েছে শেয়ারবাজারকে গুরুত্ব।
শেয়ারবাজার ইস্যুতে মুদ্রানীতিতে বলা হয়েছে, গেল ৬ মাসে ডিএসই এক্স সূচক ২.৩ শতাংশ কমার পাশাপাশি লেনদেন কমেছে ১০ শতাংশ। এছাড়া সরকারি বিল ও বন্ডের সুদহার কমানোয় শেয়ারবাজারে বাড়বে বিনিয়োগ ঝোঁক।
তেমনটা একটা পরিবর্তন না এনে মুদ্রানীতিতে নেয়া হয়েছে সাবধানতা। এছাড়া সংকোচন থেকে সম্প্রসারণ মুদ্রানীতির দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে মুদ্রাবাজার ও পুঁজিবাজার দুই বাজারেই বিনিয়োগকারীরা পাবেন আস্থা।
সাধারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো মূল্যস্ফীতি। আয়ের সঙ্গে সংগতি না রেখে খরচ বেড়ে গেলে কষ্ট বাড়ে মানুষের। এজন্য মুদ্রানীতির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় মূল্যস্ফীতি। অন্যদিকে বিনিয়োগে আস্থা বৃদ্ধির জন্য নেয়া হয় নানা পদক্ষেপ।
এনএ/