১৪/০৬/২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ

‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উপদেষ্টার দুঃখ প্রকাশ করা উচিত ছিল’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসউদ্দীন বলেছেন, গতকাল আমাদের এখানে একজন উপদেষ্টা এসেছিলেন। তার সঙ্গে একটি বোতল কাণ্ড ঘটেছে। আমি শিক্ষক সমিতির পক্ষ থেকে তার কাছে দুঃখ প্রকাশ করেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে তারও দুঃখ প্রকাশ করা উচিত ছিল।

বৃহস্পতিবার (১৫ মে) কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলো যৌক্তিক। কিন্তু সরকার আদৌ আছে কিনা বুঝতে পারছি না। দুইদিন হয়ে গেল, সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স আসেনি। এই সরকার জুলাই আন্দোলনের ওপর তৈরি হওয়া সরকার। এখানকার প্রতিটি শিক্ষার্থী জুলাই বিপ্লবী। সুতরাং আমাদের হুমকি দিয়ে লাভ নাই। আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, কাউকে উপদেষ্টা বানানোর জন্য আন্দোলন করি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

পড়ুন: আজ বুধবার যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

দেখুন: পুলিশের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন