27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজের ৫ দিন পর নদীর পাড়ের ঝোপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিরাজুল ইসলাম (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
১২ এপ্রিল শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকায় মেঘনা নদীর শাখা মেনিখালি নদীর পাশের বালুর মাঠের ঝোপ থেকে মরদেহটি পড়ে ছিল। এর আগে গত ৬ এপ্রিল বিকেলে তিনি নিখোঁজ হন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি  মোহাম্মদ মফিজুর রহমান।

নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা। নিখোঁজের পর তার ছেলে শামীম রেজা বাদি হয়ে ৭ এপ্রিল সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করেন।

জানা যায় , নিহত সিরাজুল ইসলাম গত ৬ এপ্রিল বিকেল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে কান্দারগাঁও এলাকায় ঝোপের মধ্যে মরদেহটি পড়ে ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত সিরাজুল কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন। সে শারীরিকভাবে অসুস্থ থাকায় ধারণা করছি ঘটনাস্থলেই স্ট্রোক কিংবা অসুস্থ হয়ে পড়ে আর উঠতে পারেনি। তার দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে না।

পড়ুন: গাঁওয়ের পানাম সিটি পরিদর্শন করেন সাউথ কোরিয়ার ২৫ সদস্যের টিম

দেখুন: সোনা পৃথিবীতে উৎপন্ন নয় এসেছে মহাকাশ থেকে 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন