26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
spot_imgspot_img

দুই মিনিটে শেষ অনলাইনের টিকিট

ট্রেনের আগাম টিকেট বিক্রির শেষ দিন ৩০ মার্চ সকালের পালার প্রায় সব টিকেট মাত্র দুই মিনিটেই শেষ হয়ে গেছে। এদিন বিক্রি হয় ৯ এপ্রিলের আগাম টিকেট। ১১ এপ্রিল ঈদের সম্ভাব্য দিন হিসাব করে ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সকালে দেওয়া হয় পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট। দুপুর দুইটায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়েছে।

এবার ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকেট বিক্রি হওয়ার কথা। শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। ৩ এপ্রিল থেকে বিক্রি হবে ট্রেনের ফিরতি টিকিট, যা চলবে ৯ এপ্রিল পর্যন্ত। একজন যাত্রী সর্বোচ্চ ৪ টি করে ঈদযাত্রা এবং ফিরতি যাত্রার জন্য টিকিট কিনতে পারছেন।

এই টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে রেলওয়ে। ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। আন্তঃনগর ট্রেনের সব আসন বিক্রি শেষে বরাদ্দকৃত সাধারণ শ্রেণীর মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে কাউন্টার থেকে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন