কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। গত ৩ মার্চ দুবাই থেকে বেঙ্গালুরু আসার পর, তাকে বিমানবন্দরে আটক করা হয়। এ সময় তার কাছে ১৪.৮ কেজি সোনা ছিল, যার মূল্য প্রায় ১২ কোটি টাকা। এ ঘটনায় গোয়েন্দারা তাকে বিভিন্ন সময় জিজ্ঞাসাবাদ করছেন এবং তিনি স্বীকার করেছেন যে, সোনা পাচারের কৌশল ইউটিউব দেখে শিখেছেন।

অভিনেত্রী রান্যা জানান,
সোনা পাচারের জন্য তাকে একটি বিদেশি নম্বর থেকে ফোন করা হয়েছিল, এবং তাকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল থেকে সোনা সংগ্রহ করতে বলা হয়েছিল। সোনা নিয়ে বেঙ্গালুরু পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়। তিনি সোনার বারগুলি দুটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় গ্রহণ করেন এবং সেগুলি নিজের শরীরের সঙ্গে বেঁধে নেন। এমনকি, জুতার মধ্যেও সোনার বার লুকিয়ে রেখেছিলেন।
গ্রেপ্তারের পর, রান্যা গোয়েন্দাদের জানান যে, তিনি জানেন না কে তাকে ফোন করেছিল, তবে যিনি সোনা দিয়ে গিয়েছিলেন তার উচ্চতা প্রায় ৬ ফুট ছিল। রান্যার দাবি, এই ব্যক্তিকে তিনি আগে কখনও দেখেননি। অভিনেত্রী আরো জানান, তিনি সোনা পাচারের কৌশল সম্পর্কে কোনো প্রশিক্ষণ বা পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ইউটিউবের ভিডিও দেখে এটি শিখেন।
২০১৪ সালে কন্নড় সিনেমা ‘মানিক্য’ দিয়ে খ্যাতি অর্জন করা রান্যা রাও, তারপর থেকে একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিনয় করেছেন। তার গ্রেপ্তারের পর, তদন্তকারীরা আরও জানতে চেষ্টা করছেন, সোনা পাচারচক্রে আর কারা যুক্ত এবং অভিনেত্রীর সঙ্গে তাদের সম্পর্ক কী।
এদিকে, ডিআরআই কর্মকর্তারা জানান, রান্যার গ্রেপ্তারির পর অনেক প্রশ্নের উত্তর মেলেনি এবং এখনও তদন্ত চলছে। রান্যাকে আদালতের নির্দেশে ডিআরআই হেফাজতে রাখা হয়েছে, এবং তাকে পরবর্তী তদন্তের জন্য আরো জিজ্ঞাসাবাদ করা হবে।
পড়ুন : ভারতের সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল হ্যাকড
দেখুন : হিরো আলমের বিরুদ্ধে জিডি করলেন তার নায়িকা
ইম/