১৪/০৬/২০২৫, ১৬:৫০ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:৫০ অপরাহ্ণ

কুষ্টিয়ায় আইটিপার্কের জায়গায় বরাদ্দকৃত প্লটের‌ সীমানা প্রাচীর ভে‌ঙে দিল শিক্ষার্থী‌রা

কুষ্টিয়ায় আইটি পার্ক পুনঃস্থাপন ও মেডিকেল কলেজ হাসপাতাল উন্নয়নের স্বার্থে উক্ত স্থানে স্বৈরাচারী সরকারের আমলে বরাদ্দকৃত প্লট বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

আজ সোমবার (১২ মে) বেলা ১১টায় শহরতলীর লাহিনী এলাকায় আইটি পার্কের জন্য বরাদ্দকৃত স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন কুষ্টিয়াবাসীর ব্যানারে মানবন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আইটি পার্ক পুনঃস্থাপন ও মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নের স্বার্থে উক্ত স্থানে স্বৈরাচারী সরকারের আমলে বেআইনিভাবে আওয়ামী লীগ নেতা ও কথিত সরকারি কর্মকর্তাদের নামে বরাদ্দকৃত আবাসিক প্লট বাতিল করে আইটিপার্ক নির্মাণ করতে হবে।

আইটিপার্ক নির্মাণ হলে কর্মসংস্থান সৃষ্টি হবে হাজারো আইটি উদ্যোক্তাদের। তাই দ্রুত প্লট বাতিল করে আইটি পার্ক নির্মাণের দাবীও জানান তারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে। এসময় মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। পরে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন প্লটের নির্মাণ দেয়াল ভেঙে দেয়।

এনএ/

দেখুন: কুষ্টিয়ায় মশলার ঘ্রাণে ঘুরে দাঁড়ানো গ্রাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন