আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। স্থবির হয়ে পড়ে যানচলাচল। এদিকে শ্রমিক হত্যার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন টি অ্যান্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা।
গেলো মাসের ২৬ তারিখে বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও প্রতিষ্ঠানটি পরিশোধ করতে পারেননি বকেয়া। এতেই সড়কে নামে শ্রমিকরা।
এদিকে অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে পোশাক শ্রমিক মৃত্যুর প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সড়কে বিক্ষোভকারীদের অবস্থানের কারনে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটে আটকা পড়ে শত শত যানবাহন। সীমাহীন দুর্ভোগে পড়েছেন এ পথের যাত্রীরা।
শিল্পাঞ্চলে গুজব ছড়িয়ে সহিংসতা সৃষ্টি অভিযোগ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার।
গুজবকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে এ ঘটনার সূত্রপাত করা হয়েছিলো বলে জানিয়েছেন তিনি।
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের আইনের আওতায় আনা হবে ।