29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার শৈকত

চ্যাম্পিয়নস ট্রফির জন্য অপেক্ষা আর মাত্র ৪ দিনের। আট বছর পর ফিরছে আট দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু সেই টুর্নামেন্টে কারা ম্যাচ পরিচালনা করবেন, সেটি আগেই জানিয়েছিল আইসিসি। কাল তারা চূড়ান্ত করেছে গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিশিয়াল হিসেবে সেটিও।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ শৈকত। উদ্বোধনী ম্যাচটিতে তাঁর সঙ্গী ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। এই ম্যাচে জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট।

শরফুদ্দৌলা গ্রুপ পর্বে অনফিল্ড আম্পায়ার হিসেবে দুটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। উদ্বোধনী ম্যাচের পর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের এই আম্পায়ার। সেদিন তাঁর সঙ্গী জোয়েল উইলসন।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার ও ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার থাকছেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। হোল্ডস্টক ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচেও আম্পায়ার থাকবেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচের আরেক অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। এর তিন দিন আগে রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা।

এবার দেখে নেওয়া যাক কোন ম্যাচে কে থাকছেন-

করাচি, ১৯ ফেব্রুয়ারি, পাকিস্তান-নিউজিল্যান্ড
অনফিল্ড আম্পায়ার: রিচার্ড ক্যাটেলবোরো ও শরফুদ্দৌলা ইবনে শহীদ
টিভি আম্পায়ার: জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ
রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট

দুবাই, ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ-ভারত

অনফিল্ড আম্পায়ার: আড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ
চতুর্থ আম্পায়ার: মাইকেল গফ
রেফারি: ডেভিড বুন

করাচি, ২১ ফেব্রুয়ারি, আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা
অনফিল্ড আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ ও রডনি টাকার
টিভি আম্পায়ার: রিচার্ড ক্যাটেলবোরো, চতুর্থ আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ
রেফারি: রঞ্জন মাদুগালে

লাহোর, ২২ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
অনফিল্ড আম্পায়ার: জোয়েল উইলসন, ক্রিস গ্যাফানি
টিভি আম্পায়ার: কুমার ধর্মসেনা
চতুর্থ আম্পায়ার: আহসান রাজা
রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট

দুবাই, ২৩ ফেব্রুয়ারি, ভারত-পাকিস্তান 
অনফিল্ড আম্পায়ার: পল রাইফেল ও রিচার্ড ইলিংওর্থ
টিভি আম্পায়ার: মাইকেল গফ
চতুর্থ আম্পায়ার:আড্রিয়ান হোল্ডস্টক
রেফারি: ডেভিড বুন

রাওয়ালপিন্ডি, ২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ-নিউজিল্যান্ড
অনফিল্ড আম্পায়ার: আহসান রাজা ও কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার: রডনি টাকার
চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন
রেফারি: রঞ্জন মাদুগালে 

লাহোর, ২৬ ফেব্রুয়ারি, আফগানিস্তান-ইংল্যান্ড 
অনফিল্ড আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ ও জোয়েল উইলিসন
টিভি আম্পায়ার: আহসান রাজা
চতুর্থ আম্পায়ার: রডনি টাকার
রেফারি: রঞ্জন মাদুগালে

রাওয়ালপিন্ডি, ২৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ-পাকিস্তান
অনফিল্ড আম্পায়ার: মাইকেল গফ ও আড্রিয়ান হোল্ডস্টক
টিভি আম্পায়ার: পল রাইফেল
ফোর্থ আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ
রেফারি: ডেভিড বুন

লাহোর, ২৮ ফেব্রুয়ারি, আফগানিস্তান-অস্ট্রেলিয়া
অনফিল্ড আম্পায়ার: অ্যালেক্স হোয়ার্ফ, কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার: ক্রিস গ্যাফানি
চতুর্থ আম্পায়ার: রিচার্ড ক্যাটেলবোরো
রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট

করাচি, ১ মার্চ, দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড
অনফিল্ড আম্পায়ার: রডনি টাকার ও আহসান রাজা
টিভি আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ
চতুর্থ আম্পায়ার: জোয়েল উইলসন
রেফারি: রঞ্জন মাদুগালে

দুবাই, ২ মার্চ, ভারত-নিউজিল্যান্ড
অনফিল্ড আম্পায়ার: মাইকেল গফ ও রিচার্ড ইলিংওর্থ
টিভি আম্পায়ার: আড্রিয়ান হোল্ডস্টক
চতুর্থ আম্পায়ার: পল রাইফেল
রেফারি: ডেভিড বুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন