জয়পুরহাটে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাটের নাগরিকরা। রোববার বেলা ১১টায় শহরের পাঁচুর মোড়ে জেলা বিএনপির একাংশের আয়োজনে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশ, পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জায়েদা কামাল প্রমুখ।
এসময় বক্তারা ‘ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প-কারখানা চাই’ স্লোগান দিয়ে জেলার বসতবাড়িতে ও শিল্প কারখানায় গ্যাস সংযোগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

জয়পুরহাটে মানবন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে পাইপ লাইনের মাধ্যমে জয়পুরহাটে গ্যাস সরবরাহের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
পড়ুন: খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
দেখুন: সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি |
ইম/