জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে আজ (১৬ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান।
ঢাকা ত্যাগের আগে, জাতিসংঘ মহাসচিব গুতেরেস বাংলাদেশে তার সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। চার দিনের সফরকালে তিনি বাংলাদেশ সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতা, যুবক এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সফরের এক পর্যায়ে তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে রমজান সংহতি ইফতার ভাগাভাগি করেন। গুতেরেসের এই সফর বাংলাদেশের রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের আন্তরিকতার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ মহাসচিব গত বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকায় পৌঁছান এবং সফরের প্রথম দিনেই তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে গিয়ে সেখানে রোহিঙ্গাদের সাথে ইফতার করেন।
সফরের দ্বিতীয় দিন, শনিবার (১৫ মার্চ), গুতেরেস ঢাকায় গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন। তার পরপরই তিনি জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোলটেবিল বৈঠকে অংশ নেন। দুপুরে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন, যেখানে তিনি বাংলাদেশের ভূমিকা এবং রোহিঙ্গা সংকটের সমাধানে জাতিসংঘের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
সফরের শেষ দিন, রোববার, গুতেরেসের ঢাকা কর্মসূচি ছিল ইফতার এবং নৈশভোজের অনুষ্ঠানে অংশ নেওয়া। সফর শেষে, তিনি ঢাকায় অবস্থানকালে বাংলাদেশের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে গেছেন, যার ফলে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভূমিকা আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, গুতেরেস তার সফরের সময়ে বাংলাদেশের চলমান রোহিঙ্গা সংকট সমাধানে একযোগভাবে কাজ করার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং সরকারের প্রতিশ্রুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
পড়ুন: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার
দেখুন: হেলিকপ্টারে যাতায়াত করতে পারবেন বাস-গাড়ির চেয়েও কম ভাড়ায়! |
ইম/