30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ‍রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

বৃহস্পতিবার পুতিন বলেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত আছেন। এ সময় তিনি দুঃখ করে বলেন, ২০২২ সালের ফেব্রুয়ারির আগেই কেন ইউক্রেনে হামলা করলেন না।

নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন। ট্রাম্প নির্বাচিত হওয়ায় কিয়েভের কর্মকর্তাদের মনে সেই ভয় আরও জোরালো হয়েছে। তাদের ধারণা, মস্কোর পক্ষে যায় এমন শর্তে শান্তি প্রস্তাব মেনে নিতে কিয়েভকে বাধ্য করা হবে।

বাৎসরিক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, যুদ্ধক্ষেত্রে তার বাহিনীই ভালো অবস্থানে আছে। তিনি বলেন, তার বাহিনী কবে কুরস্ক অঞ্চল পুনরায় দখল করবে তা জানেন না তিনি। এমন এক সময় পুতিন এ কথা বললেন যখন তার বাহিনী উত্তরপূর্বাঞ্চলীয় ইউক্রেনে হামলা চালাচ্ছে। একই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে কথা বলছেন।

এনএ/

আরও পড়ুন: ট্রাম্পের কয়েকজন সম্ভাব্য মন্ত্রীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

দেখুন: এবার ভারতের উপর চটেছে আমেরিকা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন