০৮/০৭/২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১০:৪০ পূর্বাহ্ণ

শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

কোরবানি ঘিরে, শেষ মুহূর্তে জমে উঠেছে পশুর হাট। রাজধানীর দিয়াবাড়ি হাটে, আজ ক্রেতা বিক্রেতার ভীড় ছিলো চোখে পড়ার মতো। ক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় পশুর দাম রয়েছে নাগালের মধ্যে। আর বিক্রেতারা অপেক্ষায় বেচা-বিক্রি শেষে, মুখে হাসি নিয়ে বাড়ি ফেরার।

গলায় মালা পড়ে হাটে এসেছে, খামারির শখের পশু। কেউ একটা, আর কেউ একাধিক গরু কিনে ট্রাকে চেপে ফিরছেন বাড়ি। আর মাত্র ক’দিন, কোরবানির ঈদ কড়া নাড়ছে ঘরের কোণে।

বৈরী আবহাওয়ায় গত কয়েকদিন ক্রেতা শূন্য থাকলেও, শেষ মুহূর্তে জমে উঠেছে অস্থায়ী পশুরহাট গুলো। রাজধানীর দিয়াবাড়ি হাটেও আজ ছিলো ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়।

মূল হাটের বাইরে, সড়কের দুপাশেও বাঁধা,  নানা আকৃতির পশু। হাট-কেন্দ্রিক, পশুর সৌন্দর্য বর্ধনে  ফুলের মালা বিক্রি, আর পরিবহন ব্যাবসাও জমে উঠেছে কয়েকদিনের জন্য।

রাজধানী কিংবা আশপাশের জেলা থেকে আসা ক্রেতারা, পছন্দমত পশু ক্রয় করছেন এই হাটে। হাসিল ঘরের সামনেও দেখা যায় ভিড়। হাট কর্তৃপক্ষ বলছে,  ক্রেতা-বিক্রেতার নানা সুবিধা বন্দোবস্ত আর নিরাপত্তার কথা।

শেষ মূহুর্তে খামারিরা অপেক্ষায়, মুখে হাসি নিয়ে বাড়ি ফিরবেন বলে। আর নিজের সাধ্যের মধ্যে, সেরা পশু নিয়ে হাট থেকে বাড়ি ফেরার ইচ্ছে ক্রেতাদের।

এনএ/

দেখুন: পশু বেশি, ক্রেতা কম গাজীপুরের কোরবানির হাটে 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন