১৯/০৭/২০২৫, ১:৪৬ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৪৬ পূর্বাহ্ণ

ফরিদপুরে বিনা টাকায় পুলিশে চাকুরী পেলো ২৭ জন

কোন টাকা খরচ না করেই ফরিদপুরে এবার পুলিশের কনষ্টেবল পদে চাকুরী পেলেন ২৭ জন নারী-পুরুষ।

গতকাল বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার ফরিদপুর জেলা থেকে আবেদন করেন ১১শ ৮ জন। এর মধ্য থেকে যাচাই-বাছাই করে ৩৬০ জন প্রাথমিক ভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়।

গত ৪ মে লিখিত পরীক্ষায় অংশ নেয় ৩৫৩ জন। এরমধ্যে ৯১ জন পাশ করে। যার মধ্যে নারী ১৪ জন ও পুরুষ ৭৭। বুধবার দিনভর ভাইভাসহ আনুষাঙ্গিক কার্যক্রম শেষে ফলাফল ঘোষনা করা হয়।

ফলাফলে ২৬ জন পুরুষ ও ১ জন নারী কনস্টেবল পদে চুড়ান্তভাবে নির্বাচিত হন।

নামপ্রকাশ না করে নির্বাচিত কয়েকজন জানান, এবার তারা মাত্র ২০ টাকা খরচ করেই চাকুরী পেয়েছেন। এজন্য তারা পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডের সদস্যদের ধন্যবাদ জানান। পরীক্ষায় একমাত্র নারী হিসাবে নির্বাচিত হন ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের সেক জামালের মেয়ে বিছমি আক্তার। দিনমজুর সেক জামাল জানান, আমি কোনদিন ভাবিনি টাকা ছাড়া চাকুরী হবে। আজ সত্যিই আমার মেয়ে টাকা ও তদবির ছাড়া চাকুরী পেলো।

ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল জানান, শতভাগ স্বচ্ছতা ও নিয়মানুযায়ী ১২০ টাকা খরচ করে চাকুরী দেওয়া হয়েছে। যারা চাকুরী পেয়েছেন তারা তাদের যোগ্যতা বলেই পেয়েছেন।

এনএ/

দেখুন: ফরিদপুরের নর্থ চ্যানেলে পদ্মা নদীর ভাঙনে জমি, বসত ঘর 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন